বাংলাদেশি হজযাত্রীদের জামাই আদর দিয়ে পবিত্র হজ পালন করাতে চান ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ।<br />আগামী বছর সরকারি ব্যবস্থাপনায় ৫০ শতাংশ হজযাত্রী পাঠানোর সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন মন্তব্য করে তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় হাজিরা যেন জামাই আদরে হজ সম্পন্ন করতে পারেন সে ব্যবস্থা করবেন। এ ব্যাপারে সৌদি সরকারও বাংলাদেশকে সহায়তা করবে।<br />বিস্তারিত- https://www.jagonews24.com/national/news/530149<br /><br />#Hazz<br />#Ministry<br />#Religion